স্টাফ রিপোর্টার ॥
কেন্দ্রীয় ছাত্রদলের নবগঠিত কমিটিতে সভাপতি পদে রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুর ছাত্তার পাটওয়ারী ও সহ-সাংগঠনিক পদে জাকির উদ্দিন শাওনকে মনোনিত করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়রাম্যান তারেক রহমান ও ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে অভিনন্দন জানিয়ে চাঁদপুর জেলা ছাত্রদল আনন্দ মিছিল বের করে।
গতকাল বুধবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সম্মুখে এসে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল গাজী বাহারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাসানাত, সামছুল ইসলাম সূর্য, আব্দুল মতিন, আবু সায়েম মিয়াজী, গোলাম মাওলা রনিসহ অন্যান্য নেতাকর্মী। এছাড়াও সভায় বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।