প্রেস বিজ্ঞপ্তি॥
আজ ৩রা ডিসেম্বর ২০১৩ সালে চাঁদপুরে তৎকালিন ১৮ দলীয় জোটের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচী পালনকালে নির্বিচারে সরকারের পেটুয়া বাহিনী পুলিশের গুলিতে নিহত ছাত্রশিবিরের ১৮৬তম শহীদ মনোয়ার জাওয়াদ সিয়ামের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সকাল ৯টায় ট্রাকরোডস্থ শহীদ এর নিজ বাড়ি সংলগ্নে আল আমিন মডেল মাদরাসা মাঠে কুরআনখানি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখা। ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর সভাপতি মু. নজরুল ইসলাম মারুফ এর সভাপতিত্বে ও শহর দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সবুজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কেন্দ্রীয় নেতা এ এইচ আহমদ উল্ল্যাহ মিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী সভাপতি মুহাম্মদ শাহআলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চাঁদপুর শহর সভাপতি এড. সলিম উল্ল্যাহ সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারী মাও. বিল্লাল হোসেন মিয়াজী, শহর জামায়াতের আমীর ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শাহজাহান মিয়া, শহীদ সিয়ামের গর্বিত পিতা মুজিবুর রহমান সুমন মস্তান, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত হোসেন, শহর শিবিরের সাবেক সভাপতি সাইফুল আলম, সাবেক জেলা শিবিরের সভাপতি শাহজাহান খান, শহর জামায়াতের নায়েবে আমীর এড. শেখ সালেহ, শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আরিফ উল্ল্যাহ, বিশিষ্ট সমাজসেবক আব্দুস শুক্কুর মস্তান, হিফজুল কুরআন শিক্ষা গবেষনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান দেওয়ান, আল আমিন মডেল মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম ফখরুল ইসলাম মাসুম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী ইমরান হোসাইন, শহর জামায়াতের সহকারি সেক্রেটারী মাও. আফসার উদ্দীন মিয়াজী, আব্দুল কাদের খান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মাসুম চৌধুরী, শিক্ষা সম্পাদক মাহবুবুর রহমান, সাহিত্য সম্পাদক আব্দুল আউয়াল, স্কুল কার্যক্রম সম্পাদক আহমদ খান, ছাত্র কল্যাণ সম্পাদক মিজানুর রহমান সজিব, শিবির নেতা জয়নাল আবেদীন, জুবায়ের হোসেন, মঞ্জুর হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০১৩ সালের ৩রা ডিসেম্বর তৎকালিন সরকারের অগনতান্ত্রিক আচরনের প্রতিবাদ করতে গিয়ে সরকারের লেলিয়ে দেওয়া পুলিশের গুলিতে নির্মমভাবে শাহাদাত বরন করেন শিবির কর্মী মনোয়ার জাওয়াদ সিয়াম। গনতন্ত্র রক্ষায় একজন কিশোর তার জীবন দিয়ে প্রমান করেছে ইসলাম কখনো বাতিলের সামনে মাথা নত করেনা। শহীদ সিয়াম ছিলেন তার মা বাবার শ্রেষ্ঠ সন্তান শিক্ষা প্রতিষ্ঠানেও পড়া লেখায় ছিলেন অগ্রগামী। কিশোর বয়সেই অনৈতিক কোন কর্মকান্ডকে সর্মথন করতেন না। আজকে আমরা তাকে হারিয়ে শোকাহত। তার সাথে সাথে আমরা বলতে চাই আজ তার প্রথম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে কিন্তু এখনো তার খুনিদের বিচার হয়নি। পুলিশ আদালত মামলা পর্যন্ত নেয়নি। বাংলাদেশে যদি ৩৫ বছর পর বঙ্গবন্ধুর খুনিদের বিচার হতে পারে তাহলে এই বাংলার জমিনে পঞ্চাশ বছর পর হলেও শহীদ সিয়ামের খুুনিদের বিচার হবেই।
তারা বলেন, আমরা আজ শহীদের পিতা-মাতাকে তাদের প্রিয় সন্তান সিয়ামকে ফেরত দিতে পারবো না কিন্তু শহীদের স্বজনদেরকে এই বলে সান্তনা দিতে চাই একদিন বাংলার জমিনে শহীদ সিয়ামের রক্তের উপর ইসলাম বিজয় হবে।
উল্লেখ্য ২০১৩ সালের ৩রা ডিসেম্বর সকাল ১০টায় সপ্তাহব্যাপি অবরোধের ৪র্থ দিনে জোড় পুকুর পাড়ে পুলিশের গুলিতে শাহাদাত বরন করেন। শহীদ মনোয়ার জাওয়াত সিয়াম ছিলেন আল আমিন মডেল মাদরাসার জেডিসি ফলপ্রার্থী এবং চাঁদপুর শহর ছাত্রশিবিরের ১১নং ওয়ার্ড সাহিত্য সম্পাদক। তার পিতা মজিবুর রহমান সুমন মস্তান, মাতা সখিনা বেগম ফাতিহা, চার ভাইয়ের মধ্যে সে ছিল ২য়।
শিরোনাম:
বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।