ছারছীনা দরবার কর্তৃক পরিচালিত অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার জানিয়েছেন, আগামীকাল ২৬ মে বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার চান্দ্রাবাজার ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয় মাঠে, ২৭ মে শুক্রবার ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, ২৮ মে শনিবার ফরিদগঞ্জ চৌরাঙ্গা ঈদগাহে এবং ২৯ মে রোববার কচুয়া দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয় মাঠে পীর ছাহেব কেবলার আগমণ উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।
এসব অনুষ্ঠানে জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর জেলা-উপজেলাধীন নেতৃবৃন্দ এবং সকল স্তরের মুসলমানগণকে উপস্থিত থাকার জন্যে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামী ৩০ মে সোমবার জেলার সাংগঠনিক ব্যক্তিবর্গের সাথে খানকায়ে মোহেবি্বয়া ছালেহীয়া কমপ্লেক্স সংলগ্ন স্থানে হযরত পীর ছাহেব কেবলার বৈঠক অনুষ্ঠিত হবে। উক্ত বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জমইয়াতে হিযবুল্লাহর জেলা সভাপতি হাজী আবদুল আহাদ ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।