মতলব উত্তর:
চাঁদপুর জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন বলেছেন- বিশ্বের সকল দেশে শহরের উন্নয়ন পৌরসভা করে। স্থানীয় সরকারকে গতিশীল করার জন্য পৌরসভা ভূমিকা রাখছে। বাংলাদেশেও পৌরসভাকে উন্নয়নের প্রথম ধাপ মনে রেখে কাজ করছে সরকার। এই সরকার স্থানীয় সরকারকে ক্ষমতাশীল করার জন্য ব্যাপক কর্মসূচি নিয়েছে। ছেংগারচর পৌরসভার মেয়র পৌরবাসী উন্নয়নের জন্য সর্বদা আমার সাথে যোগাযোগ রক্ষা করে। আমিও পৌরসভার উন্নয়নে যত ধরনের সহযোগিতা করার করে যাচ্ছি।
মায়া বীরবিক্রম অডিটরিয়াম সম্পর্কে তিনি বরেন, একজন মুক্তিযোদ্ধার নামে অডিটরিয়ামের নামকরন করায় বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাকে সম্মান জানানো হলো। সকল মুক্তিযোদ্ধাকে সম্মান দেয়া হলো। আমাদের প্রতিটি ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সম্মান করতে পারলে আমরা বিশ্বের দরবারে মাতা উঁচু করে দাড়াতে পারবো।
ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, পৌরসভাসহ এঅঞ্চলের উন্নয়নে সর্বদা আমি ও আমার পরিবার আমরন কাজ করে যাবো।
আমার হাতে গড়া পৌরসভায় আমার নামে অডিটরিয়ামের নামকরন করায় পৌরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নামানুসারে “মায়া বীরবিক্রম পৌর অডিটরিয়াম” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। সোমবার দুপুরে ছেংগারচর পৌরসভা চত্ত¡রে মায়া বীরবিক্রম পৌর অডিটরিয়াম এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও পৌরসভা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হওয়ায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ’র সভাপতিত্বে ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ মঞ্জু’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, বিশিষ্ট দানবীর শিল্পপতি মোঃ শাহজাহান সিকদার, পৌরসভার কাউন্সিলর মোঃ শাহীনূর বেপারী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব হাসান, ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সহধর্মীনি পারভীন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ূব আলী গাজী, ইউপি চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, একেএম শরীফউল্যাহ সরকার, লিয়াকত আলী প্রধান, আজমল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলগের নেতা আলহাজ্ব অলিউল্যাহ সরকার, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, আওয়ামীলীগ নেতা আল-মাহমুদ টিটু।