শাহরাস্তি ব্যুরোঃ
শাহরাস্তিতে তুচ্ছ ঘটনার জের ধরে ছেলেকে মারধর করতে এসে না পেয়ে পিতার উপর হামলা চালিয়েছে সংর্ঘবদ্ধ দুর্বৃত্তরা। মার ধরের ঘটনার ২ দিন পর পিতার মৃত্যু হয়েছে। থানা পুলিশ লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় এলাকায় জুড়ে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সরেজমিনে প্রতিবেদন, স্থানীয় এলাকবাসী ও নিহতের পরিবার সূত্রে জানায়, উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পশ্চিম খেড়িহর সোনারগাঁও গ্রামের অলি বাড়ীতে এ ঘটনা ঘটে। গত ১১ সেপ্টেম্বর ঔই গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র মানিকের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে হাতে মেহেদী নিয়ে অলি বাড়ীর জাহাঙ্গীর আলমের পুত্র সোহেল (২০), পার্শ্ববতী নরিংপুর বাজার এলাকায় আসে। এসময় সোহেলের মেহেদী লাগানো হাত নরিংপুর গ্রামের আরিফ নামের এক যুবকের গায়ে লাগে। এ ঘটনায় নরিংপুর গ্রামের মনোহর পুরের সোহাগ, তুহিন, আরজু ও আরিফ সহ ৮/৯ জন সোহেলকে হুমকি ধমকি ও মারধর করে। এ ঘটনার রেশ ধরে গত ২ দিন যাবৎ দু’পক্ষের মধ্যে হুমকি ধমকি সহ উত্তেজনা বিরাজ করে আসছে। গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় নরিংপুরের মনোহরপুর গ্রামের চেড়িয়া বাড়ীর সোহাগ, তুহিন, আরজু, আরিফসহ ১৫/২০ জন হাতে থাকা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সোনার গাঁও অলি বাড়ীর সামনে এসে মহড়া চালায় ও জাহাঙ্গীর আলমের পুত্র সোহেলকে খোঁজতে থাকে।দুর্বৃত্তদের দেশীয় অস্ত্র সস্ত্রের মহড়া দেখে স্থানীয় লোকজন ভয়ে পালিয়ে যায়। সোহেলকে না পেয়ে দুর্বৃত্তরা সোনারগাঁও গ্রামের আব্দুল মান্নানের চায়ের দোকানে এসে সোহেলের বাবা জাহাঙ্গীর আলমকে দেখতে পায়। তারা দোকান থেকে জাহাঙ্গীল আলমকে বের করে বেধম মারধর করে ফেলে রেখে চলে যায়। এরপর স্থানীয় লোকজন জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে খেড়িহর বাজার এলাকায় প্রাথমিক চিকিৎসা করান। একদিন পর সে সুস্থ হয়ে যান। ১৭ সেপ্টেম্বর শনিবার খেড়িহর সোনারগাঁও গ্রামের অলি বাড়ির মৃত ফজলুল করিম ভূঁইয়ার পুত্র জাহাঙ্গীর আলম (৪৫) দক্ষিণ সূচিপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ভোট দান শেষে বিদ্যালয় থেকে বের হয়ে বাড়ীর পেরার পথে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন জাহাঙ্গীর আলমকে নরিংপুর বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি ঘটলে স্থানীয়রা তাকে দ্রুত শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে চাঁদপুর ময়না তদন্তের জন্য প্রেরণ করে।
এ ব্যাপারে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, প্রাথমিক ভাবে কিছু বলা যাচ্ছে না। ময়না তদন্তের রির্পোট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।