কচুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, জঙ্গিবাদ দৃঢ়তার সাথে দমন করার জন্যই এ সরকার দৃঢ়প্রতিজ্ঞ। হেফাজত কিংবা এ জাতীয় প্রতিষ্ঠান, যারা ধর্মের মোড়কে ব্যবসা করছে, মানুষকে বিভ্রান্ত করছে তাদেরকে প্রতিহত করে বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য সকল মানুষের সহযোগিতার ভিত্তিতে আমরা কাজ করবো। মন্ত্রী শনিবার দুপুরে কচুয়ায় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, সরকার আগামী কয়েক মাসের মধ্যে বিজিবি, পুলিশসহ বিভিন্ন বাহিনীতে জনবল নিয়োগ করবে। এসব পদে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে।
এর আগে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থ ও অসহায় মুক্তিযোদ্ধাদের মাঝে ভাতার চেক বিতরণ, সেলাই মেশিন বিতরণ ও ৪৫ ব্যক্তিকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি চেয়ারম্যান জাবের মিয়া উপস্থিত ছিলেন। পরে বেলা ১২টায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার কালিকাপুর আনন্দ বাজার মাঠ প্রাঙ্গণে আড়াই কিলোমিটার বিদ্যুতায়ন উদ্বোধন করেন। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ অপপ্রচারে বিশ্বাসী নয়, উন্নয়নে বিশ্বাসী। আজকে যারা অপপ্রচার করছে তারা দেশ ও জাতির শত্র“। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনও জঙ্গীবাদকে প্রশ্রয় দেয়া হবে না। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) এম. রফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, পল্লী বিদ্যুতের জিএম একেএম শামসুদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পল্লী বিদ্যুতের ডিজিএম আক্তার হোসেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ মজুমদার ও সাধারণ সম্পাদক নবীন সুজনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।