স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের পুলিশ সুপার শামসুনাহার বলেছেন, গ্রামাঞ্চলে নারী শিক্ষার জাগরণ ঘটলেই এগিয়ে যাবে সমাজ ও দেশ । নারীদের এখন আর ঘরে বন্ধি রাখা বোকামি ছাড়া কিছু নয় ্ কারণ পুরুষদের পাশাপাশি এখন এগিয়ে যাচ্ছে নারীরা । তাই তৃণমূল পর্যায়ে যাতে স্কুলের ছাত্রীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সু-নাগরিক হতে পারে সে দিকে অভিভাবকদের অবশ্যই নজর দেয়া উচিৎ । পুলিশ সুপার বলেন, পরিবারের ছেলে সন্তানের মতই কন্যা সন্তানটিকে সমান সুয়োগ দেয়া হলে সে লেখা পড়ায় এবং কর্মজীবনে সাফল্য দেখাতে পারবে । তাই দেশ এবং সমাজের প্রয়োজনে নারীদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে । ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্কুল জীবনে সব সময় প্রতিয়োগিতা থাকতে হবে ভালো ফলাফল করার । সেই সাথে স্বপ্ন থাকতে হবে অনেক বড় আর স্বপ্নের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চেস্টা অব্যাহত রাখতে হবে তা হলেই জীবনে সফল হওয়া যাবে । কোন কিছু একবার না পারলে বহুবার চেস্টা করতে ।
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার এলকার জনতা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার শামসুনাহার । বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক লায়ন কামরুজ্জামান পাটওয়ারী মাখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী । চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম শাহীন এর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম । এ সময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ।
অনুষ্ঠান শেষে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । এতে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কন্ঠশিল্পি বৈশাখী ঘোসাল তুলিসহ অন্যন্যরা ।অনুষ্ঠানে আমনন্ত্রি অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতর করেন ।