স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর নৌ-সীমানায় পুলিশ অভিযান চালিয়ে জাটকা নিধন কালে ২৫হাজার মিটার কারেণ্ট জাল ৩টি নৌকাসহ ১৮ জনকে আটক করেছে। রবিবার দুপুর ২টা থেকে রাত ৭টা পর্যন্ত নৌ-ফাঁড়ি ইনচার্জ সহিদুল ইসলাম ,এ.এস.আই ফারুক, এ.এস.আই জসিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মেঘনা নদীর লর্¹িমারারচর,রাজরাজেশ্ব এলাকায় এ অভিযান চালিয়ে ৬জনকে আটক করলেও ্অনেক জেলে পালিয়ে যায় বলে পুলিশ সূত্র জানায়। অপরদিকে মতলব উওর উপজেলার মোহনপুর মেঘনা নদীতে মোহনপুর নৌ-ফাঁড়ির পুলিশ জাটকা নিধন কালে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করে। এদের মধ্যে ৬ জনকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৌধুরী আশরাফুল করিম ভ্রাম্যমান আদালত বসিয়ে নৌ-ফাঁড়িতে ২বছর করে কারাদন্ড প্রদান করেন।দন্ডপ্রাপ্তরা হচেছ,জুয়েল মোললা,শুককুর আলী,আবুল হাছান,আল-আমিন,হাকীম আলী,ইলিয়াছ। এছাড়া মতলব উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহামমদ মফিজুল ইসলাম তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১২জনকে ২ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হচেছ,আলমাছ,জাকির হোসেন,ইদ্রিছ হাওলাদার,সুজন দেওয়ান,শহিদুল ইসলাম,শাহআলম হাওলদার,আলম খান,দেলয়ার হোসেন,রওশন আলী,জিয়াউল হক,জহির উদিদন ও সুজন মোললা।
নৌ-ফাঁড়ি ইনচার্জ সহিদুল ইসলাম জানান,নিয়মিত অভিযান হিসেবে মেঘনা নদীতে চাঁদপুর নৌ-সীমানায় অভিযান চালান হয়। এ সময় লর্গিগমারারচর এলাকা থেকে প্রায় ৫হাজার মিটার কারেণ্ট জাল, ২টি জাটকা নিধনকারী নৌকাও দাসাদী এলাকার হাছান মোললার ছেলে জুয়েল মোললা(২৫)কে আটক করে নৌ- ফাঁড়িতে নিয়ে আসে। জব্দকূত কারেণ্ট গুলো নির্বাহি ম্যাজিষ্ট্রেটের উপস্থিতে নৌ-ফাঁড়ির সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
।