চাঁদপুর: চাঁদপুরে ইলিশের অভয়াশ্রমে জাটকা নিধন বন্ধে জেলেদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জনপ্রতি ৩০ কেজি করে চাল দেয়ার নিয়ম থাকলেও চাঁদপুর পৌর এলাকায় ২০/২২ কেজি চাল দেয়া হচ্ছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জেলেদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
রোববার চাঁদপুর পৌর পাঠাগারে ১ হাজার ২৮জন জাটকা জেলের মাঝে ২য় কিস্তির চাল বিতরণ করা হয়। ঐ সময় ৩০ কেজির স্থলে ২০/২২ কেজি করে চাল দেয়া হয়। সংশ্লিষ্টরা পাল্লা-বাটখারার পরিবর্তে বালতি দিয়ে মেপে ঐ চাল বিতরণ করে। জেলেরা প্রতিবাদ করলেও বিতরণকারীদের ধমক খেয়ে ফিরে আসে। গতকাল সোমবার পৌরসভার রণাগোয়াল ও বউবাজার এলাকার জেলে ফজলু মিজি, নান্টু মিজি, সেলিম, রকু হাওলাদার ও মান্দারী সাংবাদিকদের জানায়, বিতরণকৃত চালের পরিমাণ এমনিতেই চাহিদার তুলনায় অপ্রতুল। তার উপর পরিমাণে কম দিয়ে বিতরণকারীরা জেলেদের জাটকা শিকারের দিকে ঠেলে দিচ্ছে।
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী জানান, নিয়ম অনুযায়ী চাল দেয়া হচ্ছে। অনেক জেলেকে চাল বিতরণ করতে গিয়ে কিছুটা কম বেশী হতে পারে। তবে ঢালাও ভাবে তাদের অভিযোগ সঠিক নয়।
জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত জানান, আমি উপস্থিত থেকে সঠিক ভাবেই চাল বিতরণ করেছি। তবে আমি চলে আসার পর যদি কোন অনিয়ম হয়ে থাকে, তা আমার জানা নেই।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।