চাঁদপুর নিউজ ডেস্ক
১৮ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনে গতকাল চাঁদপুর জেলা জজকোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দেশব্যাপী গণগ্রেফতার, গণহত্যা, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার দলীয় কর্মীদের উপর নির্যাতন বন্ধের দাবিতে নির্দলীয়, নিরপেক্ষ ও তত্ত্বাবধায় সরকার প্রতিষ্ঠার দাবি জানান।
জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের সভাপতি অ্যাডঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডঃ কামরুল ইসলাম, সদস্য অ্যাডঃ শামছল ইসলাম মণ্টু, অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান প্রমুখ।
উপস্থিত ছিলেন অ্যাডঃ মিজানুর রহমান খান, অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল, অ্যাডঃ আবদুল্লা হিল বাকি, অ্যাডঃ শেখ জাহাঙ্গীরসহ সদস্যবৃন্দ।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।