জাতীয় পার্টির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব নুরুল হক বাচ্চু মিয়াজী। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতি যদি বাঁচতে চায় তাহলে এরশাদের প্রয়োজন রয়েছে। বর্তমানে এ দেশে এরশাদের বিকল্প নেই। যারা এরশাদকে স্বৈরাচার আখ্যা দিয়েছে তারাই এখন বড় স্বৈরাচার। তিনি আরো বলেন, জনগণ পরিবর্তন চায়। রাজনীতির পরিবর্তন চায়। মানুষ এদেশে গুম ও হরতালের নামে জ্বালাও পোড়াও কখনো চায় না। মানুষ চায় শান্তি। তিনি আরো বলেন, এ মাসেই অনুষ্ঠিত হবে জেলা জাতীয় পার্টির সম্মেলন। সম্মেলনে উপস্থিত থাকবেন আমাদের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ। শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কামাল উদ্দিন পাটওয়ারী, অ্যাডঃ আঃ লতিফ শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিউল আযম শাজাহান, কেন্দ্রীয় ছাত্র সমাজের সদস্য নাজমুল গাজী, শহর জাতীয় পার্টির সহ-সভাপতি দেলোয়ার ঢালী, আবুল হোসেন মিজি, সোলেমান মৃধা, কেন্দ্রীয় ছাত্রসমাজ নেতা শরীফ পাটওয়ারী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, কামরুল ইসলাম, সফিকুল ইসলাম মিয়া, সমাজকল্যাণ সম্পাদক মুনসুর আহম্মেদ, প্রচার সম্পাদক মামুন বেপারী, সহ-প্রচার সম্পাদক সেলিম বেপারী, অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব বিল্লাল, আশিকাটি জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ হারুন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক আবু জায়েদ ভূঁইয়া, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল দর্জি, শহর যুব সংহতির সদস্য সচিব মোজাম্মেল হোসেন মারুফ, সদর উপজেলা যুব সংহতির সদস্য সচিব শাহিন বেপারী, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি শফিক গাজী, ১৫নং ওয়ার্ডের সহ-সভাপতি বাচ্চু মোল্লা প্রমুখ। আলোচনা শেষে জেলা কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।