সাখাওয়াত হোসেন মিথুন :
জাতীয় সাংবাদিক সংস্থার শাহরাস্ত্মি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কালীবাড়ীস্থ শাহরাস্ত্মি পস্নাজার ২য়তলায় সংস্থার কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। সংস্থার কেন্দ্রিয় সাংগঠনিক সচিব মোঃ আবুল বাসার মজুমদারের সুপারিশক্রমে কেন্দ্রীয় সভাপতি মু. আলতাফ হোসেন এ কমিটির অনুমোদন প্রদান করেন। এ সময় জেলা কমিটির সভাপতি হাসানুজ্জামান, কার্যকরি সভাপতি মাওঃ মোঃ সাইফুলস্নাহ, সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান জীবন উপস্থিত ছিলেন। দৈনিক পথযাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার সৈয়দ জিলান মিয়া সভাপতি ও দৈনিক চাঁদপুর পত্রিকার উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে অনুমোদিত কমিটি নিম্নরূপ : সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন (দৈনিক চাঁদপুর জমিন), সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী (আমাদের অধিকার), সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন (দৈনিক আমাদের কুমিলস্না), সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন (দৈনিক আমার চাঁদপুর), দপ্তর সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম (দৈনিক মেঘনা বার্তা), প্রচার সম্পাদক জাকারিয়া আলম (দৈনিক চাঁদপুর দিগন্ত্ম), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান (শীর্ষ সমাচার), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম সাইদুর রহমান (দৈনিক আমার চাঁদপুর), শিÿা ও জনকল্যান সম্পাদক ইমতিয়াজ সিদ্দিকী তোহা (দৈনিক মানব কন্ঠ), সম্মানিত সদস্য গাজী কবির হোসেন (লেখক), শাহানা হাসান (লেখিকা), মাইন উদ্দিন (ক্রাইম ডায়েরী), ইব্রাহিম খলিল (তরম্ননকন্ঠ)।
চাঁদপুর নিউজ সংবাদ