স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। গতকাল রোববার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়েছে। আগামী মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।
গত বুধবার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদন্ড দেয়। এর প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াত। গত বৃহস্পতিবার হরতাল এবং শুক্রবার দোয়া দিবস পালন করে দলটি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৭২ ঘণ্টার হরতালের প্রথম দফা পালিত হয় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। মাঝে শুক্র ও শনিবার বিরতির পর হরতালের দ্বিতীয় দফা শুরু হয় রোববার সকাল ৬টায়। টানা ৪৮ ঘণ্টার এ হরতাল চলবে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত। জামায়াতের এক বিবৃতিতে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল ও ফায়ার সার্ভিসের গাড়িকে হরতালের আওতামুক্ত রাখার কথা ঘোষণা করা হয়। এছাড়া খুলনায় বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচের কারণে সোমবার খুলনা মহানগরীতে হরতাল শিথিল করেছে সংগঠনটি। সোমবার থেকে খুলনা শেখ নাসের স্টেডিয়ামে শুরু হবে ওই ম্যাচ।
জামায়াতের ডাকে কেন্দ্রঘোষিত কর্মসূচি চাঁদপুরে পালিত হয়েছে দিন ব্যাপী চাঁদপুর শহরে ঐতিহাসিক বেগম মসজিদের সামনে সকাল ১০টায়, গাছতলা এলাকায় সকাল ১০টায়, বড় স্টেশন রোডে সকার ১১টায় এবং ষোলঘর এলাকায় বিকেল ৩টায় হরতাল সমর্থকদের রাজপথে অগ্নি সংযোগ, সড়ক অবরোধ এবং সল্প সময়ের জন্য পিকেটিং করতে দেখা যায়। বিকেল ৩টায় ষোলঘর এলাকায় মিছিলের প্রস্তুতি কালে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের উপর পুলিশ অতর্কিত হামলা করে এতে ৫ শিবির কর্মী আহত হয়েছে বলে জামায়াত-শিবিরের পক্ষথেকে দাবি করা হয়। অপর দিকে শহরের ষোলঘর থেকে হামলায় আহত ওমর ফারুক এবং শাহরাস্তি উপজেলার চিতোশী বাজারে পিকেটিং কালে ওমর ফারুক নামের দুই শিবির কর্মীকে পুলিশ গ্রেফতার করে ।
হরতালকে কেন্দ্র করে দূর পাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি , ব্যাংক, বীমাসহ সরকারি অফিসেও তেমন ভীড় পরিলক্ষিত হয়নি। শহরের দোকান পাট ও ছিল স্বাভাবিক দুপুর ১টায়ও উল্লেখযোগ্য সংখ্যাক দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়।
উপজেলার প্রতিনিধিদের তথ্য মতে, ফরিদগঞ্জ শহরের হাসপাতালরোডে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল এবং মনতলায় পিকেটিং করে জামায়াত-শিবির কর্মীরা, শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা কুমিল্লা মহাসড়কে হরতালের সমর্থনে পিকেটিং করে জামায়াত-শিবির কর্মীরা।
চলমান হরতাল সফল করার জন্য জামায়াত-শিবির নেতৃবৃন্দ দলের নেতাকর্মী এবং জেলাবাসীর প্রতি আহবান জানান।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।