প্রতিনিধি
চাঁদপুর শহরের বকুলতলা রেলওয়ে জিলানীয়া জামে মসজিদের কমিটি গঠন নিয়ে দু গ্রুপে দ্বন্দ্ব চলছে। একে কেন্দ্র করে গত শুক্রবার মসজিদে দু গ্রুপে তুমুল হট্টগোল হয়েছে।
জানা যায়, শহরের বকুলতলা রেলওয়ে জিলানীয়া জামে মসজিদের কমিটির মেয়াদ গত ২৫ নভেম্বর শেষ হয়। মেয়াদ শেষ হওয়ার পূর্বে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শওকত আলী বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার (ডিআরএম) চট্টগ্রামকে গত ১৮ নভেম্বর নতুন কমিটি করে দেয়ার জন্য একটি আবেদন করেন। সে মোতাবেক ডিআরএম ডিপিও চট্টগ্রামকে বিষয়টি তদন্তপূর্বক অবহিত করার জন্যে বলেন। এদিকে রেলওয়ে কর্তৃক কমিটি অনুমোদনের প্রক্রিয়াধীন থাকা অবস্থায় মসজিদ কমিটির সভাপতি বাদশা ভূঁইয়া গত শুক্রবার (৫ ডিসেম্বর) মসজিদ কমিটির সদস্যদের নিয়ে একটি মিটিং আহ্বান করেন। মিটিংয়ের খবর পেয়ে বকুলতলা মার্কেটের জনৈক সাব্বির ছৈয়াল এলাকার দোকানদারদের স্বাক্ষর নিয়ে নিজের অনুকূলে সমর্থন নেয়ার চেষ্টা করেন। এদিকে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় পুলিশ সুপার বরাবর গত ৩ ডিসেম্বর একটি আবেদন করেন শওকত আলী। পুলিশ সুপার বিষয়টির আইনগত ব্যবস্থা নেয়ার জন্যে মডেল থানাকে নির্দেশ দেন। সে মোতাবেক ৫ ডিসেম্বর শুক্রবার মডেল থানার এসআই হামিদুর রহমান একদল পুলিশসহ বকুলতলা রেলওয়ে জিলানীয়া জামে মসজিদে নামাজের পূর্বে অবস্থান নেন। নামাজ শেষে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শওকত আলী তার ৩ বছরের দায়িত্বকালীন উন্নয়নের কথা বলে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে বক্তব্য শেষ করেন। এ সময় মসজিদ কমিটির সভাপতি কমিটি ভেঙ্গে দেয়ার ঘোষণা দেন। এর কিছুক্ষণ পর মডেল থানার পুলিশের উপস্থিতিতে কমিটির সকল সদস্য নিয়ে আলোচনায় বসেন। এ সময় বকুলতলা মার্কেটের ব্যবসায়ী সাব্বির ছৈয়াল, আকবর পাটোয়ারী ও শাহাদাত হোসেন সবুজ আলোচনাকালে উত্তেজিত হয়ে উঠেন তখন উভয় গ্রুপের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।