স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ২০১৮সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে গতকাল ২৭ জানুয়ারী শনিবার সকাল ১১ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শাহ্তলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম সাইফুল হক।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের পরীক্ষার হলে ত্রিশ মিনিট আগে উপস্থিত থাকতে হবে। ছাত্র-ছাত্রীদের শরীর, দেহ ও মন সুস্থ রাখতে হবে। শরীর সুস্থ থাকলে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। এ বিদ্যালয় প্রতি বছর জেএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করছে। তাই আমরা আশা রাখি তোমরা অতীতের ন্যায় এ বছরও ভালো ফলাফল অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখবে।
তিনি আরও বলেন, সরকারি সিদ্ধান্ত অনুসারে এ বছর এসএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নেপত্রে অনুষ্ঠিত হবে। কক্ষ পর্যবেক্ষকরা একই কেন্দ্রে দায়িত্ব পালন করবে না।যে কেন্দ্রে যেসব স্কুলের ছাত্র-ছাত্রী পরীক্ষা দিবে ,সেসব স্কুলের শিক্ষকরা ওই কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবে না ।
অনুষ্ঠানের সভাপতি ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, শাহ্মাহমুদপুর ইউনিয়নের মধ্যে আমাদের বিদ্যালয়ের ফলাফল অনেক ভালো। আমরা আশাবাদী এ বছরও তোমরা ভালো ফলাফল অর্জন করবে। ভালো ফলাফল অর্জনের মাধ্যমে তোমরাই বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখবে। এসএসসি পরীক্ষার ফলাফলের গুরুত্ব অনেক। বর্তমানে আধুনিক যুগে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা অর্জন করতে হবে। প্রযুক্তি আমাদের শিক্ষাকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার।
বিদায় ও দোয়া অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোশাররফ হোসেন তালুকদার, প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির তালুকদার।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহ:প্রধান শিক্ষক মো: সাহাদাৎ হোসেন, ৪নং শাহমাহমুদপুর ইউপি সদস্য মিসেস ফিরোজা বেগম, ৪নং শাহমাহমুদপুর ইউপি ছাত্রলীগ সভাপতি মো: মামুন আল হাসান, যুবলীগ নেতা আবুল কাশেম ক্বারী,শাহতলী আদর্শ একাডেমীর সুপার মাও. গিয়াসউদ্দিন, সিনিয়র সহকারি শিক্ষিকা ফাহিমা জাহান, সিনিয়র সহকারি শিক্ষক রফিকুল ইসলাম তালুকদার, খন্ডকালীন সহ:শিক্ষক (গনিত) মো: মসিউর রহমান ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষার্থী মো: রিয়াজ রহমান, মো: রাইফুল ইসলাম, নবম শ্রেনীর শিক্ষার্থী লাবনী আক্তার।
বিদায় ও দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম সাইফুল হক ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের ইংরেজী প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, সহকারি শিক্ষিকা (বিজ্ঞান) রাবেয়া বেগম, সহকারি শিক্ষক (কৃষিশিক্ষা) বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক (কম্পিউটার) মো: লুৎফুর রহমান, খন্ডকালীন সহকারি শিক্ষক (রসায়ন) মো: মামুন হোসেন, জিলানী চিশতী কলেজের কম্পিউটার অপারেটর মো: রানা সরকার, সহ: লাইব্রেরীয়ান মো: রবিউল আওয়াল খান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আয়শা বেগম, অভিভাবক মো: জাহাঙ্গির মিজি প্রমূখ।
অনুষ্ঠানে শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম।