স্টাফ রিপোর্টার ॥
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলার উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান শাহতলী জিলানী চিশতী কলেজের পাশের হার ৪৯.৫৭%। ২০১৭ এইচএসসি পরীক্ষায় জিলানী চিশতী কলেজ থেকে ১১৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে এবং পরীক্ষায় পাশ করে ৫৭ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাশের হার ছিল ৪৯.৫৭%।
এইচএসসি পরীক্ষার এই ফলাফল নিয়ে কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান সোহেল রুশদী ও অধ্যক্ষ হারুন অর রশিদ জানান, আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল করতে পারে কিন্তু আমরা আশা স্বরূপ ফলাফল অর্জন করতে পারিনি । আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ।তবে কুমিল্লা বোর্ডের ফলাফল এমনেই খারাপ ।তবে আগামী বছর আমরা ইনশাল্লাহ ভালো ফলাফল অর্জন করতে পারবো।