স্টাফ রিপোটার ঃ
চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে শনিবার সকাল ১০টায় জিলানী চিশতী কলেজ ,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কলেজ সহকারী অধ্যাপক সাহেরা বেগম,সহকারী অধ্যাপক কামরুল ইসলাম , সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী ,প্রভাষক নুরুল বাতেন,প্রভাষক ছোহাইল আহমেদ চিশতী,প্রভাষক জহিরুল ইসলাম মুরাদ,প্রভাষক মানিক মিয়া, ,হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন ,উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,,সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান,সহকারী শিক্ষক মামুনুর রশিদ,সহকারী শিক্ষক মোহাম্মদ আলী,সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম তালুকদার,প্রাথমিকের সহকারী শিক্ষক দিদার হোসেন মিজি প্রমুখ । প্রতিবাদ সমাবেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান করা হয় । সেই সাথে শিক্ষার্থীদের এ ব্যাপারে সচেতন হওয়ার আহবান জানানো হয় ।