নিয়ইয়র্ক থেকে প্রকাশিত বাংলাদেশী এই প্রথম ম্যাট্রিমোনিয়াল ওয়েব সাইট উদ্বোধন করা হয়েছে।৩১শে ডিসেম্বর শুক্রবার রাতে চাঁদপুর শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে এই সাইটটির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই সাইটটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাইবার ওয়ার্ল্ড আইটি প্রতিষ্ঠানের সিইও ইঞ্জিনিয়ার মোঃ জিহাদুল ইসলাম শরীফ। এই সময় ভার্চুয়ালী সংযুক্ত থাকেন প্রতিষ্ঠানের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম দীপু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘শুধু তুমি’ এই সাইটটিতে রেজিষ্ট্রেশন করে পাত্র-পাত্রী খুঁজতে পারবে। ঘটকদের মাধ্যমে অনেকক্ষেত্রে পাত্র-পাত্রী পেতে প্রতারনার সুযোগ থাকলেও এই সাইটে প্রতারিত হওয়ার কোন সুযোগ নেই। এখানে পাত্র-পাত্রীদের সকল তথ্য গোপনীয়ভাবে সংরক্ষিত থাকবে। সাবই নির্ভরযোগ্য জীবনসাথী পেতে এখনি ভিজিট করতে পারেন shudutumi.me।
সাইফুল ইসলাম নিরবের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাসিম মজুমদার, জানিবুল হক রাজু, ডা. নেওয়াজ, নিশাত আফরোজ, মাইমুনা আক্তার লুবনা, মুনিয়া আক্তার, রাবেয়া বশরি, মাহমুদুল হাসান, ইমরান হোসাইন, আয়মান সাইদ প্রমূখ।
পরে অতিথিবৃন্দ নৈশ ভোজে অংশ নেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।