শাহরাস্তি প্রতিনধিঃ
শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় যানজট নিরসনের লক্ষ্যে চাঁদপুর জেলা অটো-টেম্পু ও অটো রিক্সা সিএনজি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন ঐক্যের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গরবার সন্ধ্যায় ৭টায় চাঁদপুর জেলা অটো-টেম্পু ও অটো রিক্সা সিএনজি মালিক সমিতির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ কামাল হোসেনের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম সুমন, কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম, দপ্তর সম্পাদক মোঃ রিপন হোসেন, শাখা কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর মোল্লা, মোঃ লিটন হোসেন, মোঃ বাহার আলম, মোঃ শাহজাহান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আবদুল করিমসহ বিভিন্ন ইউনিটের নের্তৃবৃন্দ। সভায় চাঁদপুর জেলা অটো-টেম্পু ও অটো রিক্সা সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার বলেন, শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় প্রতিনিয়তই যানজট থাকে। এতে করে প্রশাসনিক কর্মকর্তা, এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসএন্ড ডিফেন্স গাড়ি যাতায়াতে ভোগান্তির সৃষ্টি হয়। যার ফলে সঠিক সময়ে গন্তব্য স্থানে না পৌঁছতে পারায় বড় ধরনের ক্ষতির আশংকা হয়ে থাকে। এর ফলে যানজট নিরসন কল্পে অতিরিক্ত চার জন লোক নিয়োগ করা হয় এবং মাইকিংয়ের মাধ্যমে কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দোয়াভাঙ্গা এলাকা বাসগুলো নির্ধারিত স্থানে স্টপিজ করার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে চাঁদপুর জেলা পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।