অভিজিত রায় ॥
জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটিকে আইনজীবীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ সোমাবার দুপুরে নবনির্বাচিত কমিটির সভাপতি এড. সেলিম আকবর ও সাধারণ সম্পাদক এড. মো. জসিম উদ্দিন ভূঁইয়াসহ কমিটির অন্যান্য সদস্যরা আনুষ্ঠানিকভাবে সমিতির অফিসে প্রবেশ করেন। এসময় তাদের বারের প্রবীন নবীন সহ বিভিন্ন স্তরের আইনজীবীরা ফুলেল শুভেচ্ছা জানান ও মিষ্টি মুখ করেন। উল্লেখ্য গত ২১ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ী কমিটির সদস্যগণ আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবে।
এসময় প্রবীন ও নবীন আইনজীবীসহ নব নির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি এড. মো: সহিদুল হক খান, জুনিয়র সহ-সভাপতি পদে এড. মো: আবদুল্লাহিল বাকী, যুগ্ম-সম্পাদক পদে এড. গাজী মো. দুলাল মিয়া, সম্পাদক ফরমস এড. রেজাউল করিম, সম্পাদক লাইব্রেরি এড. মোহাম্মদ গোলাম কাউছার শামীম, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার এড. মো: তহিদুল ইসলাম তরুন, জেনারেল অডিটর পদে এড. মোরশেদ আলম বাবুলম, রানিং অডিটর এড. মোহাম্মদ নুরুল আমিন খান, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি এড. এস এইচ এম আইয়ুব আলী চৌধুরী, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি এড. মো: হামিদুর রহমান মজুমদার, রেজিস্ট্রারিং অথরিটি সদস্য এড. আলহাজ মো. আব্দুল জলিল খান, এড. শাহরিয়ার হোসেন পাটওয়ারী, অ্যাড. নিবাস চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।