জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বীর বীক্রম।
জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্ব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমির আব্দুল্লা মোঃ মঞ্জুররুল করিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার শামছুন্নাহার, চাঁদপুর পৌর সভার মেয়র নাছির উদ্দিন আহেমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর সরাকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মতিন মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।