স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা আওয়ামী লীগের শোক সভার অনুষ্ঠানে ঢোকার সময় পুলিশ গুলি ভর্তি রিভলবারসহ আবুল কালাম আজাদ (৪৮) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল পৌনে ৫টায় জেলা শিল্পকলা একাডেমীর প্রবেশ গেটে অস্ত্রসহ আটকের ঘটনাটি ঘটে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ জানান, বিকাল ৪টা থেকে শিল্পকলা একাডেমীতে জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভার কার্যক্রম চলছিলো। ডাঃ দীপু মনি এমপিসহ ভিআইপিরা সেখানে ছিলেন। পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আর্চওয়ে দিয়ে এক এক করে নেতা-কর্মীদের ভেতরে প্রবেশ করান। এ সময় ডিএসবির নিরাপত্তা তল্লাশি চালোনার সময় আবুল কালাম আজাদের প্যান্টের পকেটে একটি এনপিবি ১৪ বোরের গুলি ভর্তি রিভলবার পাওয়া যায়। কী উদ্দেশ্যে অস্ত্র নিয়ে সেখানে আজাদ গিয়েছিলেন তা তদন্ত করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানার এসআই অনুপ চক্রবর্তী জানান, তার কাছে জব্দ করা রিভলবারটি গুলিভর্তি ছিলো। পাশাপাশি তার পকেট থেকে আরো ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এদিকে আটক ব্যক্তি জানান, তিনি সাবেক কলেজ ছাত্রলীগ নেতা। এখন আওয়ামী লীগের একজন কর্মী। তার রিভলবারটি লাইসেন্সকৃত।