শাহরিয়ার খাঁন কৌশিক ॥
আসন্ন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদকে নির্বাচিত করতে পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের আওয়ামীলীগ নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় পুরানবাজার পূর্বশ্রীরামদীর মমিনবাগ এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম নুুরু বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম নুুরুর পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মজিবুর রহমান মজু বেপারী, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল বেপারী, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল খায়ের মিজি, ৪নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করীম। এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মফিজ বেপারী, সাধারন সম্পাদক হাছান, ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খায়রুল ইসলাম নয়ন, ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান,সাধারন সম্পাদক আনোয়ার হোসেন খান বাদশা, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দিলদার হোসেন পাটওয়ারী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রহিম, সাধারন সম্পাদক জুয়েল হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিন বকাউল, সহ-সভাপতি শহিদ হাওলাদার, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজা, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর মৃধা, ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগেরসাধারন সম্পাদক মোফাজ্জল হক পাটওয়ারী সহ ১৫টি ওয়ার্ডের সভাপতি,সাধারন সম্পাদক. সাংগঠনিক সম্পাদকসহ অনান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা আগামি ২৬ জানুয়ারী জেলা আওয়ামীলীগের সম্মেলনে যোগ্য নেতা নাছির উদ্দিনকে নির্বাচিত করতে সকলে একমত পোষন করে। ২০০৫ সালের ২৬ এপ্রিল জেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের মেয়াদকাল ৩ বছর নির্ধারিত থাকলেও বর্তমান কমিটির বয়সকাল ১১ বছর পূর্ন হতে মাত্র ৩ বছর বাকি রয়েছে। ব্যপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নতুন মুখকে আমন্ত্রন করতে জেলা আওয়ামীলীগের সভাপতি পদে মেয়র নাছির উদ্দিন আহমেদকে নির্বাচিত করতে পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দরা এক হয়ে কাজ করবে বলে তারা জানায়। দলকে শক্তিশালী ও চাঁদপুরের অবহেলিত তৃর্নমূল নেতাকর্মীদের জন্য নাছির ভূইয়ার বিকল্প নেই বলে মন্তব্য করে তারা। মতবিনিময় সভা শেষে সকল ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা মেয়র নাছির উদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেন। এসময় মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, সবার সর্মথন থাকলে সভাপতি পদে নির্বাচন করবো।