স্টাফ রিপোর্টার ॥
চলমান রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা নিরশনের লক্ষ্যে জেলা গণফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ আজ সন্ধ্যায় জেলা গণফোরামে সভাপতি এড. সেলিম আকবরের সভাপতিত্বে কালিবাড়িস্থ তার নিজ চেম্বারে আইন বিষয়ক সম্পাদক এড. আনোয়ার হোসেনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি খোকন পোদ্দার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, কোষাদক্ষ বাসুদেব মজুমদার, সদস্য আওলাদ হোসেন, শ্রমীক গণফোরামের সভাপতি আলি আশ্রাফ গাজী, সাধারণ সম্পাদক শহীদ বকাউল, মহিলা গণফোরামের সম্পাদিকা শিল্পী আক্তার, শহর গণফোরামের সহ-সভাপতি এ.কে মিলন, যুব গণফোরামের সম্পাদক বিজয় মজুমদার, সাংগঠনিক সম্পাদক আলমগীর, মঞ্জুর আলী, তাছলিমা আক্তার প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে এড. সেলিম আকবর বলেন, দু’ নেত্রীর জেদাজেদীর কারনে দেশ আজ অস্থিতিশীলতার মধ্যে রয়েছে। মানুষ আজ দিশে হারা। এই নৈরাজ্যকর পরিস্থিতি শুধু আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। বিশ্বের অনেক বড় বড় সংকট আলোচনার মাধ্যমেই সমাধান হয়েছে। আমরা শান্তি প্রিয় দেশবাসী এ সংকট থেকে উত্তরন চাই। আপনারা একজন জননেত্রী তথা জনগনের নেত্রী আর অপরজন দেশে নেত্রী। জণগন ও দেশকে নিয়ে ভাবার দায়িত্ব আপনাদেরই।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।