স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন তফছিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে আলোকে চাঁদপুর জেলা নির্বাচন অফিসে বিভিন্ন প্রার্থীদের আনাগোনা বেড়েই চলছে। আজ পর্যন্ত চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত এবং সাধারণ আসনে ৮৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে সাধারণ আসনে ১নং ওয়ার্ড থেকে ১জন, ২নং ওয়ার্ড থেকে ৪ জন, ৩নং ওয়ার্ড থেকে ৪ জন, ৪নং ওয়ার্ড থেকে ৫জন, ৫নং ওয়ার্ড থেকে ৪ জন, ৬নং ওয়ার্ড থেকে ৪ জন, ৭নং ওয়ার্ড থেকে ৭জন, ৮নং ওয়ার্ড থেকে ৫জন, ৯নং ওয়ার্ড থেকে ৮জন, ১০ নং ওয়ার্ড থেকে ৬জন, ১১ নং ওয়ার্ড থেকে ৩জন, ১২নং ওয়ার্ড থেকে ৭ জন, ১৩নং ওয়ার্ড থেকে ৬ জন, ১৪নং ওয়ার্ড থেকে ৪জন, ১৫নং ওয়ার্ড থেকে ৫জন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১নং ওয়ার্ড থেকে ১জন, ২নং ওয়ার্ড থেকে ১জন, ৩নং ওয়ার্ড থেকে ২জন, ৪নং ওয়ার্ড থেকে ৪ জন, ৫নং ওয়ার্ড থেকে ৩জন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা হলো ১২’শ ৬০ জন। পুরুষ ভোটার ৯’শ ৬৮ জন, মহিলা ভোটার ২’শ ৯২ জন। ভোট কেন্দ্র ১৫টি, ভোট কক্ষ ৩০টি। ১২’শ ৬০ জন ভোটারের মধ্যে ১নং ওয়ার্ডের ভোটার ৯২ জন, ২ নং ওয়ার্ডের ভোটার ৭৯ জন, ৩ নং ওয়ার্ডের ভোটার ৯৩ জন, ৪ নং ওয়ার্ডের ভোটার ৯১ জন, ৫ নং ওয়ার্ডের ভোটার ৮৯ জন, ৬ নং ওয়ার্ডের ভোটার ৯২ জন, ৭ নং ওয়ার্ডের ভোটার ৭৯ জন, ৮ নং ওয়ার্ডের ভোটার ৭৭ জন, ৯ নং ওয়ার্ডের ভোটার ৭৯ জন, ১০ নং ওয়ার্ডের ভোটার ৬৬ জন, ১১ নং ওয়ার্ডের ভোটার ৮৪ জন, ১২ নং ওয়ার্ডের ভোটার ৮৪,১৩ নং ওয়ার্ডের ভোটার ৭৩, ১৪ নং ওয়ার্ডের ভোটার ৯২জন, ১৫ নং ওয়ার্ডের ভোটার ৮০ জন। এবার মনোনয়নপত্র সংগ্রহের জন্য ট্রেজারী চালান দিতে হচ্ছে, চেয়ারম্যান পদে ২০ হাজার টাকা, সংরক্ষিত ও সাধারণ আসনে ৫ হাজার টাকা। এছাড়া নির্বাচনী এজেন্টকে ছবি ছাড়া ভোটার তালিকা এর সিডি আবশ্যিক ভাবে ক্রয় করতে হবে ট্রেজারী চালানের মাধ্যমে। সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ডের ১৮ হাজার ৫’শ টাকা, ২নং ওয়ার্ডের ১৭ হাজার টাকা,৩নং ওয়ার্ডের ১৩ হাজার টাকা, ৪নং ওয়ার্ডের ২০ হাজার টাকা, ৫নং ওয়ার্ডের ১৩ হাজার ৫’শ টাকা। সাধারণ আসনে ১নং ওয়ার্ডে ট্রেজারী চালান দিতে হচ্ছে, ১নং ওয়ার্ডের ৭ হাজার ৫’শ, ২নং ওয়ার্ডের ৩ হাজার ৫’শ, ৩নং ওয়ার্ডের ৭ হাজার ৫’শ, ৪নং ওয়ার্ডের ৩হাজার ৫’শ, ৫নং ওয়ার্ডের ১০হাজার, ৬নং ওয়ার্ডের ৩ হাজার ৫’শ, ৭নং ওয়ার্ডের ৩ হাজার, ৮নং ওয়ার্ডের ৭ হাজার, ৯নং ওয়ার্ডের ৩ হাজার, ১০নং ওয়ার্ডের ৩ হাজার, ১১নং ওয়ার্ডের ৮ হাজার ৫’শ, ১২নং ওয়ার্ডের ৮হাজার ৫’শ, ১৩নং ওয়ার্ডের ৩হাজার, ১৪নং ওয়ার্ডের ৩হাজার ৫’শ, ১৫নং ওয়ার্ডের ৭ হাজার টাকা করে ট্রেজারী চালান দিতে হচ্ছে। তবে এবিষয়ে গতকাল জেলা নির্বাচন অফিসে দেখা যায়, প্রার্থীরা বলেন, সিডি বাবদ যে টাকাটি দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ অযৌক্তিক এবং ব্যায়বহুল। তাই অনেকের মাঝে হতাশা দেখা দিয়েছে। আগামী ১ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। ৩ ও ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১১ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এবারে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রতিকসমূহ হলো, আনারস, কাপ-পিরিচ, ঘোড়া, চশমা, চিংড়ি মাছ, জিপ গাড়ি, টেবিল ফ্যান, তালগাছ, প্রজাপতি, মোটরসাইকেল, মোবাইলফোন, হেলিকপ্টার। সংরক্ষিত মহিলা আসনের প্রতিকসমূহ হলো, কম্পিউটার, টেবিল ঘড়ি, টেলিফোন, ডিস এন্টেনা, দোয়াত কলম, ফুটবল, বই, মাইক, লাটিম, হরিণ। সাধারণ আসনের প্রতিকসমূহ হলো, অটোরিক্সা, উটপাখি, ক্রিকেট ব্যাট, ঘুড়ি, টিউবওয়েল, টিফিনক্যারিয়ার, ঢোল, তালা, বক, বেহালা, বৈদ্যুতিক পাখা, হাতি। আগামী কাল অরো অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করবে বলে জানা যায়। এছাড়া আজ সন্ধ্যার মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন কে পাবে তা নিশ্চিত হওয়া যাবে। কারণ পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী (অবঃ) লে. কর্নেল আবু ওসমান চৌধুরী আওয়ামীলীগের মনোনয়ন পেলেও ভোটার জটিলতায় তিনি এবার নির্বাচন করতে পারছেনা অনেকটা। তাই পুনরায় কাকে মনোনয়ন দিবে তা জানা যাবে।