অভিজিত রায় ॥
জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকরে বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঐক্য পরিষদের উদ্দ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মুনসেফ পাড়াস্থ ল-চেম্বারে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, হাজীগঞ্জ মহাশ্মশান কমিটি ২১ ডিসেম্বর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে প্রতিবাদ সভা করে তার তীব্র নিন্দা জানাই। বক্তারা আরো বলেন মহাশ্মশান কমিটির সভাপতি অর্পন সাহা নিজে ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক এড. রনজিত রায় চৌধুরীর ল-চেম্বারে ঢুকে তাকে অপমান অপদস্থ করে। এবং তাকে অকর্থ ভাষায় গালমন্দ করে। অর্পন সাহা মিথ্যা প্রতিবাদ সভা করে জেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃর্ষ্টি করার চেষ্টা করছে।
ঐক্য পরিষদের সভাপতি এড. বিনয় ভূষন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. রনজিত রায় চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তপন সরকার, সহ-সভপতি ব্রজ বল্লভ দাস, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, সাংগঠনিক সম্পাদক সুশীল সাহা, সুজন সরকার, সদর উপজেলার সভাপতি বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, জেলা জন্মাষ্ঠমি উদযাপন পরিষদের সভাপতি মৃনাল সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দেবেষ সাহা সাধারন সম্পাদক লক্ষন সূত্রধর, ফরিদগঞ্জ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, হাইমচর পূজা পরিষদের সভাপতি বিবেক লাল মজুদার, আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি এড. দিপক দেব নাথ, সাধারণ সম্পাদক এড. পলাশ মজুমদার। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ নেতা শ্যাম সুন্দর মন্ডল, মুক্তিযোদ্ধা অজিত সাহা, পীযূষ কান্তি রায় চৌধুরী, তপন মজুমদার, গৌতম পোদ্দার, বিমল চন্দ্র রায়, তাপশ মজুমদার
শিরোনাম:
বুধবার , ৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।