প্রতিনিধি
জাতীয় ১০ম সংসদ নির্বাচন ফলাফল বাতিলের দাবিতে ও তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সারাদেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির মাধ্যমে ৯৬ ঘন্টার হরতালের ৩য় দিন চাঁদপুরে ঢিলেঢালাভাবে পালন করা হয়েছে। সকাল থেকেই নগর পরিবহনগুলো চলাচল ছিল স্বাভাবিক। দূরপাল্লার বাস, ট্রাক ব্যতিত অন্যান্য যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। চাঁদপুর জেলা ১৮ দলীয় জোট নেতা-কর্মীরা সকাল থেকে চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পিকেটিং করে বেশ কিছু ক্ষুদ্র পরিবহন ভাংচুর করে।
এদিকে জেলা ১৮ দলীয় জোট ছাড়া বিএনপি অঙ্গ-সংগঠনের কোনো নেতা-কর্মী তাদের নিজস্ব স্থানগুলোতে পিকেটিং ও মিছিল করতে দেখা যায়নি। বিএনপি অঙ্গ-সংগঠন এতদিন যাবৎ চাঁদপুর সরকারি কলেজ থেকে শুরু করে বাসস্ট্যাণ্ড এলাকা পর্যন্ত মিছিল, মানববন্ধন, হরতাল, প্রতিবাদ সমাবেশ করেছে। কিন্তু গতকাল একজন নেতা-কর্মী কেউ কলেজ গেইট থেকে শুরু করে চেয়ারম্যান ঘাট পর্যন্ত রাস্তায় দেখা যায়নি। জেলা বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নেতা-কর্মীরা সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে সমবেত হতে থাকে। সকাল পৌঁনে ১১টায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝি ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান গাজীর নেতৃত্বে ১৮ দলীয় জোট অবরোধ ও হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে কালীবাড়ি মোড়, শহিদ মুক্তিযোদ্ধা সড়ক, হাজী মহসীন রোড ও নতুনবাজার হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদ মোফাজ্জল হোসেন চান্দু, শহর যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের বেপারী, যুগ্ম আহ্বায়ক দ্বীন মোঃ জিল্লু, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়াজী, সদর থানা জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম প্রধান, জামায়াত নেতা অ্যাডঃ শাহজাহান, জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রশিবিরের সভাপতি নজরুল ইসলাম মারুফ, শহর ছাত্র শিবিরের সেক্রেটারী মোস্তফা কাউসারসহ ১৮ দলীয় জোট নেতা-কর্মীরা।
এদিকে সকাল থেকে এ স্থানে হরতাল ও অবরোধ সমর্থনকারীরা যানবাহন চলাচলে বাধা প্রদান করে পিকেটিং করে। বাবুরহাট এলাকার মতলব সড়কে অবরোধ সমর্থনকারীরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। এ সময় ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ সালমানের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের জনৈক এক নেতার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশ শেখ সালমানকে আটক করে তাদের পিকআপে তুলে নেয়। কিছু সময় রাখার পর পুনরায় এক অজ্ঞাত কারণে শেখ সালমানকে পুলিশ ছেড়ে দেয়।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।