গতকাল বুধবার থেকেই ট্রেন, বাস, পিকআপে করে আসতে শুরু করেছেন মুসল্লিরা। শীর্ষ মুরব্বিরা জানান, তাবলিগ মারকাজের নিয়ম অনুযায়ী সভাপতি ও প্রধান অতিথি কিংবা উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুক্রবার আমবয়ানের মধ্য দিয়ে প্রথম পর্বের তিন দিনের কার্যক্রম শুরু হবে। ইজতেমার কর্মসূচিতে আম ও খাসবয়ান, ছয় উছুলের হাকিকত, দরসে কোরআন, দরসে হাদিস, তাশকিল, তালিম ছাড়াও থাকবে বিষয় ও পেশাভিত্তিক আলোচনা, নতুন জামাত তৈরি, চিল্লায় নাম লেখানো এবং যৌতুকবিহীন বিয়ের মতো আনুষ্ঠানিকতা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে সাড়ে তিন হাজারের বেশি বিদেশি অতিথি দেশে পৌঁছেছেন।