ডাঃ এস.জামান পলাশ
টনসিলের সমস্যা
টনসিল এক ধরনের লিমফয়েড টিস্যু, যা মুখগহ্বরের শেষে গলার দুই পাশে অবস্থিত।
কেন টনসিলের সমস্যা হয়?
টনসিলের সমস্যা সাধারণত ইনফেকশনের কারণে হয়। সর্দি-কাশি থাকলে, ঠা-া লাগলে, শ্বাসনালির প্রদাহ থাকলে বা নাকের হাড় বাঁকা থাকলে টনসিলের সমস্যা হয়।
আক্রান্ত হয় বেশি কারা
টনসিলের সমস্যা সাধারণত বাচ্চাদের বেশি হয়, বিশেষ করে স্কুলপড়ুয়া বাচ্চাদের। এছাড়া বড়রাও আক্রান্ত হতে পারে।
টনসিলের ইনফেকশন ব্যাকটেরিয়া দিয়ে হয়। আবার ভাইরাসজনিত কোনো রোগের পরও হতে পারে। সাধারণত এ রোগটি হেমোলা স্ট্রেপটোকক্কাস দিয়ে হয়ে থাকে।
কী চিকিৎসা টনসিলাইটিসের
হোমিওপ্যাথি চিকিৎসায় ৯৫% ভালো হয়ে যায।অপারেশান প্রয়োজন নাই।
আইসক্রিম খেলে টনসিলাইটিস হয় কিনা?
আইসক্রিম খেলেই যে টনসিলাইটিস হয়, তা নয়, তবে অনেকের ক্ষেত্রে হতে পারে। বিশেষ করে যাদের ঠা-াজনিত অ্যালার্জি আছে, তাদের হতে পারে।
টনসিলাইটিস থেকে শিশুদের দূরে রাখার উপায়
শিশুদের টনসিলাইটিস হওয়ার প্রধান কারণ হলো শ্বাসনালির প্রদাহজনিত রোগ। এজন্য শিশুদের যেন ঠা-া সর্দি না লাগে, সে ব্যাপারে সতর্ক হতে হবে। পুষ্টিকর খাবার দিতে হবে, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
চিকিৎসা- এ রোগেন জন্য হোমিওপ্যাথি চিকিৎসা উত্তম,অপারেশান এর কোনো প্রয়োজন নাই
==========================================================
ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
01711-943435
চাঁদপুর
ওয়েব সাইট –www.zamanhomeo.com