স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড খান বাড়িতে টাকা ধার চেয়ে না পাওয়ায় জেঠার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে। গত বুধবার রাত সাড়ে ১২ টায় বালিয়া খান বাড়ির সিরাজুল ইসলামের ঘরে ঢুকে তারই বড় ভাই বাচ্চু খান (৫৫) দলবল নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ভাতিজা পারভেজ হোসেন (১৫)কে আঘাতে রক্তাক্ত জখম করে। আহত পারভেজকে পরিবারের লোকজন দ্রুত মূমুর্ষ অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করায়। সে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আহত পারভেজের বাবা সিরাজুল ইসলাম জানায়, উত্তর বালিয়া খান বাড়ির মৃত হোসেন খানের ছেলে বাচ্চু খান বিগত দিন যাবত তার ছোট ভাইয়ের কাছ থেকে টাকা হাওলাত চেয়ে আসছে। এর পূর্বে কয়েকবার সে টাকা নিয়ে না দেওয়ায় তার ছোট ভাই সিরাজুল ইসলাম টাকা দিতে অস্বীকার করে। ঘটনার দিন দুপুরে সিরাজুল ইসলাম জমি কেনার জন্য তার ছেলেকে পারভেজ হোসেনকে ব্যাংক থেকে টাকা আনতে পাঠান। সে টাকা আনার পর সেই টাকার প্রতি তার জেঠার লোভ হওয়ায় তাদের ঘরে রাতে টাকা আনতে যায়। তার ভাইয়ের সাথে কাটাকাটির এক পর্যায় ভাতিজা প্রতিবাদ করলে উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। সেই সময় সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মূমুর্ষ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে এনে ভর্তি করানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।
চাঁদপুর নিউজ সংবাদ