প্রতিনিধি
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়ায় অবৈধভাবে চালিত ট্রাক্টরের চাপায় জিহাদ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে জিহাদ তার বাড়ির পাশে রাস্তায় গেলে ট্রাক্টরের নিচে পড়ে গুরুতর জখম হয়। সাথে সাথে জিহাদকে ইসলামীয়া মার্কেটে (আনন্দবাজারে) চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি জিহাদকে মৃত ঘোষণা করেন। এ খবর পেয়ে চালক লাশ রেখেই পালিয়ে যায়।
নিহত জিহাদ ছোট হলদিয়া গ্রামের কবির হোসেন প্রধানের ছেলে। এ ব্যাপারে নিহত জিহাদের পিতা কবির হোসেন বাদী হয়ে মতলব উত্তর থানায় ট্রাক্টর চালক শাহজালাল সিকদার, হেলপার কবির হোসেন সিকদার ও সবুজ সিকদারকে আসামী করে মামলা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জিহাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকলের প্রশ্ন : আমাদের গ্রামীণ সড়ক অবকাঠামো ধ্বংসকারী ট্রাক্টরের অবৈধ চলাচল বন্ধ হবে কবে।