মতলব উত্তর:
মতলব উত্তর উপজেলার কালির বাজার সংলগ্ন নবীপুরে সড়ক যন্ত্রদানবের নিচে পড়ে হেলপার সালমান (১৮) নামে এক যুবক নিহত হয়। এ নিয়ে মতলব উত্তর থানায় কোন মামলা হয়নি। স্থানীয় ভাবে মিমাংসা করেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭ টায় ড্রাইভার মাইনউদ্দিন, হেলপার সালমান, সুজন, এরফানকে নিয়ে ট্রাক্টর যোগে বালু আনতে কালিরবাজার থেকে নবীপুরে যাওয়ার পথে রাস্তার গতিরোধকের উপর দিয়ে যাওয়ার পথে গাড়ীটি একটু লাফিয়ে উঠলে গাড়ী থেকে গাড়ীর হেলপার সালমান পড়ে যায়। তাৎক্ষণিক সালমানের উপর দিয়ে গাড়ীর চাকা গেলে সালমান গুর“ত্বর আহত হয়। চিকিৎসার জন্য কালিরবাজারে নেয়ার পথেই সালমান মারা যায়।
সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের মৃত মনির সর্দারের ছেলে সালমান ছয় চাকা বিশিষ্ট ট্রাক্টরে হেলপার হিসেবে কাজ করতো। গত দুই দিন যাবৎ শারীরিক অসুস্থ থাকার পড়েও পেটের দায়ে সকালে কাজ করতে গাড়ীতে গিয়ে ছিল। শরীর অসুস্থ ও দূর্বলতার কারণে গতিরোধকের সময় গাড়ীটি লাফিয়ে উঠলে সালমান গাড়ী থেকে পড়ে যায়। ড্রাইভার মাইন উদ্দিন কিছু বোঝার আগেই গাড়ীর চাকা সালমানের উপর দিয়ে গেলে চাপে পড়ে সালমান গুর“তর আহত ও পরে মারা যায়।