মিজান লিটন
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মধুরোড রেল স্টেশনের পূর্ব পাশে সাগরিকা এঙ্প্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে। প্রত্যৰদর্শীরা জানায়, দুপুর আনুমানিক দেড়টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এঙ্প্রেস ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে আসার পথে মধুরোড স্টেশন অতিক্রমকালে ঘটনাস্থলে ওই লোকটি ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যুবরণ করেন। স্থানীয়দের ধারণা, লোকটি রেলপথে হেঁটে যাচ্ছিল। অসাবধানতার কারণেই হয়তো ট্রেনের নিচে পড়ে। তবে লোকাটির কোনো পরিচয় পাওয়া যায়নি। মৃত্যুর সংবাদ জেনে বিকেল ৫টায় চাঁদপুর জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশটি উদ্ধার করে জিআরপি থানায় নিয়ে আসে।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।