চাঁদপুর প্রতিনিধি :চাঁদপুরে ট্রেন থেকে মনির হোসেন (৩৫) নামে যুবকের লাশ উদ্ধার করেছে চাঁদপুর রেলওয়ে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১১টায় ১৭৪নং লোকাল ট্রেনের এফ/ ১৬৫৪ নং বগি থেকে লাশটি উদ্ধার করা হয়।
মনির হোসেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাঁঠালি দিঘীর পাড় গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। তার দুই মেয়ে রয়েছে।
চাঁদপুর রেলওয়ে (জিআপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল্লাহ জানান, ট্রেনটি বুধবার লাকসাম থেকে রাত সাড়ে ৯টায় চাঁদপুরে পৌছে। সব যাত্রীরা নেমে যাওয়ার পর ওই বগিতে লাশটি পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এদিকে, বৃহস্পতিবার সকালে তার বড় ভাই আমির হোসেন জানান, মনির বাঁশের কাজ করত। বুধবার কাজে বেড়িয়ে যাওয়ার পরে আর বাড়ি ফিরে আসেনি সে।