ডাকাতিয়া নদীতে লঞ্চের বেপোরোয় চলাচলে সৃষ্ট হওয়া ঢেউয়ে একের পর এক ডিঙ্গি নৌকা ভেঙেই চলছে। আর প্রায় প্রতিদিনি নদী পার হতে গিয়ে শিশুসহ যাত্রীরা আহত হচ্ছে। মাত্র দুই দিনের ব্যবধানে দুটি ডিঙি নৌকা ভেঙ্গে দ্বী ক্ষন্ডিত হলেও টনক নড়েনি কতৃপক্ষের। ১৩ ফেব্রুয়ারী শুক্রবার রাতে ঢাকাগামি এম ভি ইমাম হাছানের ইঞ্জিনের ঢেউয়ে মাঝ নদীতে যাত্রীসহ একটি নৌকা দ্বী-খন্ডিত হওয়ার পর শনিবার মধ্যরাতে ঘাটে বেধেঁ রাখা একটি নৌকা লঞ্চের ঢেউয়ে দ্বী-খন্ডিত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায় ১৪ ফেব্রুয়ারী শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে ইচলিঘাট থেকে ছেড়ে আসা এম ভি রফ রফ লঞ্চে ঢেউয়ে ৫নং খেয়া ঘাটের নতুণবাজার প্রান্তে বাধাঁ হান্নান গাজীর নৌকাটি ভেঙ্গে দ্বীক্ষন্ডিত হয়ে যায়। এসময় আরো বেশ ক’য়েকটি নৌকাও ক্ষতিগ্রস্থ হয়।
হতভাগা নৌকার মাঝি হান্নন গাজী জানান আমারা নৌকা চালাইয়া সংসার চালাই, পেলাপাইনের লেহাপড়া থেইকা সব কিছুই এই নৌকার উপর নির্ভর করে। শুক্রবার রাইত নৌকা ঘাঠে বাইন্দা বাইত গেছিলাম, সকালে ঘাঠে আইয়া দেহি নৌকা ভাইঙ্গা গেছে। অহন আমি কি করমু, কেমনে খামু,। গেছে কাইলও (বৃহস্পতিবার) আমির হোসেন শেখের নৌকাডা ভাইঙ্গা ফালাইছে। কেউ কোনো ব্যাবস্থা করতাছে না। আমরা গরিব মানুষ বইলা আমাগো কথা কেউ হুনেনা।
৫নং খেয়া ঘাট ডিঙি মাঝি সমিতির সভাপতি মো. মোস্তফা ক্ষোভের সাথে জানান, আমাদের কথা কেউ শুনছে না। লঞ্চের চালক ভাইদের বললাম কিস্তু কোনো কাজ হয়নি। বাদ্ধ হয়ে নৌ কর্মকর্তা মোবারক হোসেনকে জানালাম, লিখিত অভিযোগও করলাম। তিনি শুধু আশ্বাস দিচ্ছে লঞ্চ মালিদের সাথে কথা বলবেন যাতে চালকরা খেয়া ঘাটের সামনে দিয়ে লঞ্চের গতী কমিয়ে দেয়। কিন্তু তারা কোনো ব্যাবস্থা নেয়নি। মো. মোস্থফা আরো জানান গত ১মাসে আমাদের প্রায় ১০টি ডিঙি নৌকা ভেঙে গেছে এবং বেশ কয়েকজন যাত্রী মারক্তক আহত হয়েছে।
উল্লেখ্য চাঁদপুর ইচলি লঞ্চঘাটে যাতায়েতরত বিশালাকৃতির লঞ্চগুলোর বিবেকহীন চালকরা এতোটাই বেপোরোয়া গতিতে লঞ্চ চালিয়ে থাকে যে, তাতে করে লঞ্চের উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন থেকে সৃষ্ট হওয়া ঢেউয়ে নদীর দুই পাড়ের যাত্রী পাড়াপাড়ের ছোট ডিঙি নৌকা গুলো বিপদযনক গতীতে দুলতে থাকে। আর যাত্রী নিয়ে মাঝ নদীতে থাকা নৌাকার যাত্রীরা ভয়ে অতংকিত হয়ে পরে। কখনো কখনো ঢেউয়ের ধাক্কা লেগে নৌকাডুিবর ঘটনা ও ঘটে। নদীর দুই পাড়ে থাকা ছোট নৌকাগুলো পাড়ের মাটির সাথে আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও ডাকাতিয়ার খাচায় মাছ চাষ প্রকল্পের ব্যাবসাহীরা এতে করে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
শিরোনাম:
শুক্রবার , ২০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।