মিজানুর রহমান রানা
গত কাল রাত দেড়টায় নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে এমভি বাঙালি স্টিমারযোগে চাঁদপুর রকেটঘাটে এলে চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ফরিদা ইলিয়াসসহ পৌরসবার ৭নং ওয়ার্ড নেতা-কর্মীরা তাঁর সাথে স্টিমারে সাাৎ করে ফুলেল শুভেচ্ছা জানায়। এ সময় চাঁদপুর পৌরসভার ৭, ৮, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদা ইলিয়াছসহ ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক এস এম সানোয়ার, সদস্য সচিব দেলোয়ার হোসেন দেলু দর্জি, ওয়ার্ড আওয়ামী লীগ মাইনুদ্দিন মিজি, মর্তুজা আলী, আবদুল হক, মনা, মোবারকসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সৌজন্য সাাতে মন্ত্রী এ সময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। তাই আপনারা ওয়ার্ড বা তৃণমূল পর্যায়ে সংগঠনকে চাঙ্গা করে রাখবেন এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের ল্েয কাজ করে যাবেন। আমরা সব সময় ন্যায়ের পে এবং অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য আপনারাও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।