শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুরে ডিবি পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ১৯২ পিছ ইয়াবা ও ১ কেজি গাজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ শনিবার আটককৃতদের মাদক মামলায় আদালতে প্রেরন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।
জানা যায়, মাদক নিয়ন্ত্রনে পুলিশ সুপার শামছুন্নাহারের নির্দেশে ডিবি পুলিশ চাঁদপুর জেলায় এ যাবতকালে মাদকসহ অনেক আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। তারই অংশ হিসেবে গত শনিবার ডিবি পুলিশের এসআই ইসমাইল খন্দকার সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার মৈশাধী ও চাঁন্দ্রা এলাকায় শনিবার রাত ১টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদকসহ ২ জনকে আটক করে। এদের মধ্যে সদর উপজেলার মৈশাধী ছৈয়াল বাড়িতে রাত ১ টায় অভিযান চালিয়ে ৪২ পিছ ইয়াবা ও ১ কেজি গাজা সহ গনি ছৈয়ালের ছেলে আজাদ(২৪) কে আটক করে। পৃথক অভিযানে শনিবার ভোর সাড়ে ৫ টায় পশ্চিম মদনা গ্রাম থেকে ১৫০ পিছ ইয়াবাসহ আবু তাহেরের ছেলে কবির হোসেন(২৫)কে আটক করে।
ডিবি পুলিশ জানায়, মাদক নিমূল করতে এ মাদক বিরুধী অভিযান অব্যহত থাকবে। কুমিল্লা থেকে মাদক চাঁদপুরের এনে মাদক ব্যবসায়ীরা পাইকারী দরে ইয়াবা বিক্রি করে যুবসমাজ ধ্বংস করে দিচ্ছে। এর পূর্বে এই এলাকা থেকে বিপুল মাদক সহ বেশ কিছু মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।