স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে গাঁজাসহ ১ জনকে আটক করেছে।সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় বাস তল্লাশী করে ২ কেজি গাজাসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।বৃহস্পতিবার রাত ১০টায় ডিবি পুলিশের ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে এস আই ইসমাইল খন্দকার সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। আটকৃত হল, হবিগঞ্জের মৃত রুহুল আমিনের ছেলে আবু তাহের(৪০) । সে গাজাঁ নিয়ে চাঁদপুর হয়ে লঞ্চ যোগে যাওয়ার উদ্দেশ্য রওনা হওয়ার পথে তারা আটক হয়। ডিবি পুলিশ জানায়, আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আনে মামলা করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হলে তার জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।