প্রতিনিধি ===
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে শাহরাস্তি ও বাবুরহাট এলাকা থেকে ১৩ কেজি গাঁজাসহ ৩জনকে আটক করা হয়েছে। গত রোববার রাত ১০টায় বাবুরহাট এলাকায় এবং গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় শাহরাস্তি উপজেলার খাজুরিয়া এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হচ্ছে কুমিল্লা জেলার নোয়াব আলী চাঁদপুর গ্রামের আবদুল বারেকের ছেলে সাদ্দাম হোসেন (২৫), খোরশেদ আলমের ছেলে হানিফ (৩০) এবং কুমিল্লার কোতয়ালী থানার সুজানগরের মৃত আবদুস সালামের ছেলে মোঃ হোসেন (৪০)। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা সীমান্ত এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ বোগদাদ বাসযোগে চাঁদপুরে আসার উদ্দেশ্যে রওয়ানা হলে বাবুরহাট এলাকায় ডিবির উপ-পরিদর্শক মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় বোগদাদ বাসে তল্লাশী চালিয়ে সাদ্দাম ও হানিফকে আটক করে। তাদের সাথে থাকা একটি কালো ব্যাগে ও বালিশের ভিতরে ঢুকানো অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করে। এছাড়া শাহরাস্তি উপজেলার খাজুরিয়ার পেট্রোল পাম্পের সামনে ডিবির উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আজমেরি চট্টগ্রাম মেট্টো-০২-০০৭৪ নাম্বারে বাস থেকে ১ কেজি গাঁজাসহ মোঃ হোসেনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানা ও শাহরাস্তি থানায় পৃথক দু’টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।