স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য এড: সালাউদ্দিন ফটিক ঢাকায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।( ইন্নালি –রাজেউন)। গতকাল বুধবার বাদ মাগরিব তার গ্রামের বাড়ি কচুয়া উপজেলার শ্রীরামপুর মজুমদার বাড়িতে জানাযা শেষে দাফন করা হয়।
জানাযায় জেলা আইন জীবী সমিতির সভাপতি এড: সেলিম আকবর ,সাধারন সম্পাদক এড: জসিম উদ্দিন ভুঁইয়া মিঠুসহ অসংখ্য আইনজীবী অংশ গ্রহন করেন। গতকাল মঙ্গলবার দুপুরে এড: সালাউদ্দিন ঢাকা মালিবাগ এলাকায় রেলক্রসিংয়ের উপর দাড়িয়ে মোবাইলে ফোনে কথা বলছিলেন বলে রেলওয়ে পুলিশ যানান। এ সময় তিনি জয়দেবপুর গামী তুরাগ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে কাটা পড়েন। তার মৃত্যুতে চাঁদপুর জেলা আইন জীবী সমিতি তার স্মরনে শোক সভা পালন করেন এবং ফুলকোর্ট রেফারেন্স পালন করেন।