তিন বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ নভেম্বর৷ এবার সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ জ্যাঁ তিরোল।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) এক বিশেষ সভার সুপারিশের আলোকে সিন্ডিকেট সমাবর্তনের বিষয়টি চূড়ান্ত করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন। ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এ সভায় আরও যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল প্রমুখ।
এর আগে ২০১৯ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সভাপতিত্বে এতে সমাবর্তন বক্তা ছিলেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক তাকাকি কাজিতা। ওই সমাবর্তনে ৭৯ জন কৃতী শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীকে ৯৮টি স্বর্ণপদক, ৫৭ জনকে পিএইচডি, ৬ জনকে ডিবিএ এবং ১৪ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হয়।
মুজিব বর্ষ উপলক্ষে ২০২০ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন হওয়ার কথা ছিল। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক মরণোত্তর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তখন সেই সমাবর্তনটি আর হয়নি। চলতি বছরের অক্টোবর-ডিসেম্বরে ওই বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে বলে গত ৮ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।