চাঁদপুর প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধান পরিপন্থী। তারপরও যারা তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক বলেন, তারা কি আবারো ১৫ ফেব্রুয়ারির সেই নির্বাচনের মতো, আবার সেই ভোটার বিহীন নির্বাচন, মাগুরার নির্বাচন, ঢাকা-১০ এর নির্বাচনের মতো নির্বাচনী পদ্ধতি চান, তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান না। তারা পেছনের দরজা দিয়েই ক্ষমতায় যেতে চান এবং ক্ষমতায় গিয়ে দেশকে পেছনে দিতে চান। দীপু মনি শনিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন।মন্ত্রী বিরোধী দলের উদ্দেশ্যে আরো বলেন, দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার রক্ষা করতে চান না। মানুষের লক্ষ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা। আমাদের বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে, তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে। আর এই নির্বাচন কমিশনকে সহায়তা করবে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন বর্তমান সরকার।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।