শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম মেম্বারকে প্রাননাশের চেষ্টায় সন্ত্রাসীরা অর্তকিত হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়ে চাঁদপুর মডেল থানায় বিক্ষোভ প্রকাশ করে। ঘটনাটি ঘটেছে গতকাল ২৬ শে অক্টোবর শনিবার মাগরিবের আগে ইউনিয়নের কাশিম বাজারে। রাত ৯টায় শতাধিক গ্রামবাসী ওই ঘটনার প্রতিবাদ জানাতে থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশীদ সাথে দেখা করে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়। এসময় তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান সর্দার রফিকুল ইসলাম ও হামলার শিকার ইউপি সদস্য নুরুল ইসলামও উপস্থিত ছিলেন। থানার অফিসার ইনচার্জ ক্ষুব্ধ গ্রামবাসীকে আশস্বত করে বলেন, এব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাৎক্ষণিক লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেন। আহত ইউপি সদস্য নুরুল ইসলাম জানায় মাগরিবের নামাযের আগে তিনি কাশিম বাজার থেকে শহরের চেয়ারম্যান ঘাট আসার জন্য আলী বেপারীর রিক্সায় উঠে। এসময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাাদক ব্যবসায়ী তেতুল তলা বন্দুকশী বাড়ির মুকবুল বন্দুকশী ও তার সহযোগী মিজান ও হাকীম গাজী সহ আরো কয়েকজন রিক্সা থেকে টেনে হেঁছড়ে নামিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে কিল ঘুষি মারতে থাকে এবং মেরে ফেলার চেষ্টা চালায়। তার চিৎকার শুনে পথচারী আলমগীর হোসেন রিক্সা চালক আলী বেপারী হামলা কারীদের কাছ থেকে ইউপি সদস্যকে উদ্ধার করে। ঘটনাটি মুহুর্তের মধ্যে জানাজানি হলে কয়েকশ গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হয়। এত মানুষ দেখে হামলাকারী পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী একত্রিত হয়ে উক্ত ঘটনার বিচারের দাবী জানাতে চাঁদপুর মডেল থানায় আসে এবং ওসির সাথে দেখা করে ঘটনাটি জানায়।
শিরোনাম:
রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।