শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডি ইউনিয়নের সেনের দিঘীর পাড় খান বাড়িতে গৃহবধূ সুলতানা (২৮) কে ঘরে ৩দিন আটকে রেখে শারীরিক নির্যাতন করার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার নির্যাতিত গৃহবধু ঘর থেকে পালিয়ে এসে আত্বহত্যার করতে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আহত অবস্থায় চাঁদপুর সরকারি হাসপাতালে এনে ভর্তি করায়। এ ঘটনায় গৃহবধুর পরিবারের লোকজন চাঁদপুর মডেল থানায় স্বামী খলিল খান(৩৪) কে আসামী করে অভিযোগ দায়ের করে।
ঘটনার বিবরনে জানা যায়, মৈশাদী ১নং ওয়ার্ডের আবুল গাজীর মেয়ে সুলতানা (২৮)এর সাথে তরপুরচন্ডির সেনের দিঘীর পাড় দরবেশ খানের ছেলে খলিল খানের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক নিয়ে দুবাই পাড়ি দেয়। ৪ বছর থেকে ফিরে এসে পুনরায় আবার স্ত্রী সুলতানাকে চাপ প্রয়োগ করে টাকা এনে ওমান চলে যায়। সেখানে ৯দিন থেকে আবারও দেশে এসে আবারও যৌতুকের টাকার দাবীতে নির্যাতন শুরু করে। গত শনিবার খলিল খান তার স্ত্রীকে মারধর করে। এসময় সে প্রতিবাদ করলে তার ননদ মমতাজ,নাজু ভাগ্নি পপি এসে পুনরায় মারধর শুরু করলে সে ঘর থেকে পালানোর চেষ্টা করে। এসময় স্বামী খলিল খান স্ত্রী সুলতানাকে ৩ দিন ঘরে আটকে রেখে নানা ভাবে তার উপর শারীরিক নির্যাতন চালায়। মঙ্গলবার দুপুরে তার শিশু সন্তান স্মৃতি ও সিয়াম মাকে দেখতে ঘরে প্রবেশ করলে ঐ সুযোগে সুলতানা ঘর থেকে দৌড়ে পালিয়ে নির্যাতনের তাড়নায় আত্বহত্যার পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এসময় পথচারী কয়েকজন মহিলা তাকে দেখতে পেয়ে আহত অবস্থায় চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানায়, গৃহবধূ সুলতানার পায়ে,পিঠে ও হাতে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। তার সুস্থতায় উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে।