শেখ ওমর ফারুক: বাংলাদেশ ফুটবল ফেডারেশন তৃনমূল পর্যায় থেকে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমে খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু করেছে। গতকাল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত খেলোয়াড়দের মাঝ থেকে অনুর্ধ্ব-১৪ ও অনুর্ধ্ব-১৮ দলের ১০জনকে বাছাই করা হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর কোচ, খেলোয়াড় নির্বাচক ও সাবেক ফুটবলার মোহাম্মদ মাহমুদ আলম পোলক সিলেট ফুটবল একাডেমির জন্য খেলোয়াড় বাছাই করেন। এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের সাবেক ফুটবলার আনোয়ার হোসেন, বোরহান খান, জাহাঙ্গীর গাজী। মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও সাবেক ফুটবলার একেএম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জী, ফুটবলার শরীফুল ইসলাম, আশেফ মাহমুদ সংগ্রাম ও রাজিব।
ফুটবল খেলায় যারা অনুর্ধ্ব-১৮ দলে মনোনীত হয়, তারা হলো:, মেহেদী শুভ, মাহবুবুল হক বাবু, মিন্টু, বাধন, রনি ও অপেক্ষমান হিসেবে গোলকিপার জসিম। অনুর্ধ্ব-১৪ দলে ইমরান, কাউছার, নবীন ও রাকিবকে মনোনীত করা হয়।
শিরোনাম:
সোমবার , ৮ মার্চ, ২০২১ খ্রিষ্টাব্দ , ২৪ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।