সারাদেশে দশম জাতীয় নির্বাচনের প্রতিবাদে চাঁদপুর-মতলব-ঢাকার সড়কের কালি ভাংতি স্ট্রীল ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা কেঁটে দিয়েছে, বাবুরহাট একাদশ ক্লাব মার্কেটে ও হোসেন শেখের স্যানিটারি এবং মুলির দোকানে আগুন দিয়েছে দুবৃত্তরা।
গত রোববার গভীর রাতে এই সহিংস ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দশম জাতীয় নির্বাচন করার প্রতিবাদে বিএনপির ও জামায়াত শিবিরের কর্মীরা হরতাল অবরোধে নামের অসংখ্য গাড়ি ভাংচুর, গাছ কর্তন রাস্তা কেটে ফেলা ও বিভিন্ন নাশকতা সৃষ্টি করে। গত রোববার রাত সাড়ে ৩ টায় দুবৃত্তরা বাবুরহাটের আওয়ামী লীগ নেতা হোসের শেখের মুলি ও স্যানিটারি দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই তার দোকানটি ভস্মিভূত হয়ে পাশের একাদশ ক্লাবের মার্কেটে ৬টি দোকানে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা পাশের কুয়া থেকে পানি ঢেলে নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ভোর ৫টায় এসে একাদশ ক্লাবের মার্কেটে আগুন নেভাতে সক্ষম হয়। মার্কেটের সভাপতি শাহআলম মজুমদার নান্নু জানায়, প্রচন্ড কুয়াশা পড়ায় সুযোগ পেয়ে দুর্বিত্তরা রাতের আধাঁরে পেট্রোল ঢেলে আওয়ামী লীগ নেতা হোসেন শেখের দোকানে আগুন লাগিয়ে দেয়। পার্শ্ববর্তী একাদশ ক্লাবের মার্কেটে ৬ টি দোকানের আগুন লাগে। এতে করে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। চাঁদপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ ৪ আসনের এমপি সামছুল হক ভূঁইয়া এবং আওয়ামী লীগ নেতারা গতকাল দুপুর ১২ টায় ক্ষতিগ্রস্থ হওয়া দোকানপাট দেখতে যান। এদিকে রাতের আঁধারে জামায়েত শিবিরের কর্মীরা চাঁদপুর-মতলব-ঢাকা সড়কের ৩নং কল্যাণপুর ইউনিয়নের কালি ভাংতি স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় ৩ ফুট গরিব রাস্তা কেটে দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে করে ঢাকা থেকে ছেড়ে বেশ কয়েটি কাচাঁমালের গাড়ি আটকে পড়ে। খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহযোগীতায় কাঁটা রাস্তায় মাটি ফেলে যানচলাচল স্বাভাবিক করে।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।