নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি অনুষ্ঠিত ১০ম জাতীয় নির্বাচন বাতিলের দাবীতে ১৮দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে দেশব্যাপী কালো পতাকা মিছিল কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিশাল কালো পতাকা মিছিল বুধবার দুপুরে বের হয়। মিছিলটি কুমিল্লা রোড চক্ষু হাসপাতাল সম্মুখ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাণ বাজার নতুন বাজার ব্রীজ হয়ে ইব্রাহীমপুর, লক্ষীপুর, চান্দ্রা, বালিয়া ও বাগাদী ইউনিয়ন হয়ে চাঁদপুর সেঁতুর উপর দিয়ে বাবুরহাট সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হকের বাস ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সহ-সভাপতি কাজী গোলাম মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর খান, সদস্য সচিব হযরত আলী, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে নেতা-কর্মীরা বহু সংখ্যা মোটর সাকেল যোগে কালো পতাকা হাতে অংশ নেয়।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।