
চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডস্থ দাসদী অভয় বাবুর দিঘির পাড়ে ৩৬ পিচ ইয়াবাসহ শালা দুলা ভাইকে আটক করেছে বাবুরহাট অঞ্চলের মাদক প্রতিরোধ কমিটির সদস্যরা। গতকাল বিকেল ৩টায় দাসদী অভয় বাবুর দিঘির পাড়ে এ ঘটনা ঘটে।
জানা যায় দাসদী অভয় বাবুর দিঘির পাড়ের সলেমান পাটওয়ারীর ছেলে বিল্লাল পাটওয়ারী ও তার শ্যালক ইয়াবা বিক্রির সময় এলাকার মাদক, ইভটিজিং ছিনতাই, জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সদস্যরা তাদের আটক করে। মাদক ব্যবসায়ী বিল্লাল এর আগেও ৩বার ইয়াবাসহ আটক হয়ে জেল হাজতে প্রেরণ হয় এবং গত ৪ দিন আগে জামিনে বের হয়ে আসে বলে জানা যায়। তাকে চাঁদপুর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী।