মতলব উত্তর: দি কার্টার একাডেমীর প্রতিষ্ঠাতা গোলাম এম. সোহরাওয়ার্দী বলেন, ভাল ফলাফল করে তোমরা দেশ ও জাতির কল্যান বয়ে আনবে। তোমরাই আগামীর ভবিষ্যৎ। মতলব উত্তরের সার্বিক দিক বিবেচনা করে ২০০৮ সালে আমি উপজেলার ইসলামাবাদে অজোপাড়া গায়ে দি কার্টার একাডেমী নামে একটি ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করেছি। এলাকার মেধাবী ছাত্ররা যাতে সহজে শিক্ষা গ্রহন করে যুগের সাথে তাল মিলিয়ে উন্নতর শিক্ষা লাভ করতে পারে সে জন্যই আমার এই প্রয়াস। আমি চাই আমার এলাকার মেধাবী ছাত্ররা সুশিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হতে পারে। তিনি আরো বলেন, স্কুল প্রতিষ্ঠার পর থেকে জেএসসি ও এসএসসিতে শতভাগ পাশসহ জিপিএ- ৫ ও গোল্ডেন এ+ পেয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের মধ্যে দি কাটার একাডেমী একটি শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান। আমি আশা করি ছাত্র, শিক্ষক ও অভিভাবক ও এলাকার লোকজনদের আন্তরিক চেষ্টা থাকলে এই প্রতিষ্ঠান একদিন বাংলাদেশের মধ্যে শীর্ষ স্থান ধরে রাখবে। বিগত দিনে যে ভাল ফলাফল হয়েছে তা ছাত্র শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায়। তাই আমি আশা করবো এই প্রতিষ্ঠানের সকল ছাত্ররা ভাল ফলাফল করে দেশ ও জাতির কল্যান বয়ে আনবে। মতলব উত্তর উপজেলার ইসলামাবাদে উপজেলার একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল দি কার্টার একাডেমীর ২০১৩ ইং সালের এসএসসি পাশ কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠান একাডেমীর হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল (অবঃ) আবু তাহের, (অবঃ) ক্যাপ্টেন মেরিন মোঃ কামরুল হোসেন, আমেরিকার ল্যানকাস্টার কান্ট্রি ডে স্কুলের শিক্ষক মি. স্যাম সিন্ডলার, মাজেদা-আনোয়ার ফাউন্ডেশনের এ্যাডমিনিস্টর মিনহাজুর রহমান রুবেল, এনএমসিআই গ্রুপের চীপ অপারেটিং অফিসার সাদরুল আল-মনসুর, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী জিন্নাহ, গোলাম মোহাম্মদ মাইন উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দি কার্টার একাডেমীর অধ্যক্ষ তাইতুল ইসলাম ও পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, দি কার্টার একাডেমীর সহকারি অধ্যক্ষ ইকবাল মজুমদার, অভিভাবক নূর আহম্মেদ তরফদার, বিদায়ী ছাত্র শাহজালাল প্রমুখ।
উলেখ্য, অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দি কার্টার একাডেমীর প্রতিষ্ঠাতা গোলাম এম. সোহরাওয়ার্দী ২০১৩ সালের এসএসসি পাশ কৃতি ছাত্রদের মাঝে পুরস্কার ও সনদ এবং ভাল ফলাফলের জন্য শিক্ষকদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। এ সময় দি কার্টার একাডেমীর কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদের অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।