মতলব উত্তর:
মতলব উত্তর থানার ১০গজের মধ্যেই দিবালোকে দোকানে ইয়াবা সেবন করার সময় পুলিশ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ দুই ইয়াবাসেবীকে আটক করে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ মনির হোসেন ও সঙ্গীয় ফোর্স থানার ১০গজের মধ্যে ছেংগারচর বাজারের মানিকের সাইকেল পার্স স্টোর থেকে তেল ব্যবসায়ী মো. সোহেল (৩৩) ও সাইকেল পার্স ব্যবসায়ী মানিক (৩৪)কে ৩পিচ ইয়াবা ও সেবনের সরঞ্জামাদিসহ সেবনের সময় হাতেনাতে আটক করে। আটককৃত মো. সোহেল উপজেলার মালাইরকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও মানিক ঠাকুরচর গ্রামের মৃত. মোবারক হোসেন বেপারীর ছেলে। তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. সফিকুল ইসলাম আটককৃত সোহেল ও মানিককে একমাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।